ভোলাহাটে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

ভোলাহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ১৫ বছরে এক তরুণী। ঘটনাটি ঘটেছে উপজেলার দলদলী ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে। জানাগেছে, প্রেমিক সামিউল ইসলামের বিয়ের আয়োজনের খবর শুনে তার প্রেমিকা গতকাল বিকেল থেকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। মেয়েটির অভিযোগ, এক বছর আগে সামিউলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কও স্থাপন করেন। তবে সম্প্রতি সামিউল যোগাযোগ বন্ধ করে অন্য মেয়েকে বিয়ে করেন। বিয়ের প্রস্তাব পাঠিয়েও প্রতারিত হয়ে মেয়েটি অনশন শুরু করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও উভয় পক্ষ সাড়া দেয়নি। ভোলাহাট থানার ওসি মতিউর রহমান জানান, মেয়েটিকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।