বিজয়ের মাসে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত হল ভলিবল টূর্নামেন্ট

196

বিজিবি-বিএসএফ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সোহার্দপূর্ণ সম্পর্ক আরো উন্নত ও গতিশীল করতে বিজয়ের মাসে বিজিবি-বিএসএফ যৌথ পিস পার্টনার ভলিবল প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। ভলিবল প্রতিযোগিতায় রাজশাহী সেক্টরের ১৬,৫৩ ও ৫৯ বিজিবি বিএসএফ মাদলা সেক্টরের ২৪,৩৫, ৪৪, ৬০, ৭৮ ও ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন এ খেলায় অংশ গ্রহণ করে। দুটি গ্রুপে মোট ৬টি দল অংশ গ্রহন করে। প্রত্যেক দলে বিজিবি সদস্যের ৫জন বিএসএফ সদস্যের ৫জন সমভাবে অংশ গ্রহন করে। এ খেলা বাংলাদেশ ও ভারত উভয় দেশে অনুষ্ঠিত হয়। ভলিবল খেলা বাংলাদেশের ভিতর অনুষ্ঠিত খেলাসমূহ বিজিবি ও ভারতের ভিতরের খেলা সমূহ বিএসএফ’র সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। গত ১০ ডিসেম্বর শুরু হওয়া প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে ২টি গ্রুপের প্রতিযোগিতায় “এ” গ্রুপের পিপি-৬ এবং “বি” গ্রুপের পিপি-৪ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ন হয়। আজ বিকেলে ভোলাহাট উপজেলার পাবলিক ক্লাব(গোপিনাথপুর) ফুটবল মাঠে পিপি-৬(৫৩ বিজিবি ও ৩৫ বিএসএফ) এবং পিপি-৪(৫৯ বিজিবি ও ৪৪ বিএসএফ) এর মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় পিপি-৪(৫৯ বিজিবি ও ৪৪ বিএসএফ) রানারআপ এবং পিপি-৬(৫৩ বিজিবি ও ৩৫ বিএসএফ) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার বিপিএম,জি, কর্নেল তুহিন মোহম্মদ মাসুদ, মালদা বিএসএফ সেক্টর কমান্ডার শ্রী সঞ্চয় গৌড়, বিএসএফ বেহারামপুর ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার শ্রী রাজপাল সিং উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরষ্কার বিতরণ করেন। এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যাটালিয়ান অধিনায়ক, স্টাফ অফিসার, প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা উপস্থিত থেকে এ খেলা উপভোগ করেন। উল্লেখ্য বিজিবি ও বিএসএফ উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে স্যেহার্দপূর্ণ সম্পর্ক গতিশীল ও উন্নততর করার উদ্দেশ্যে ভবিষ্যতেও এ ধরণের খেলাধূলার আয়োজন অব্যহত থাকবে বলে উভয় দেশের সেক্টর কমান্ডারগণ জানান।