ভোলাহাটে বিজিবির দুটি বিওপি উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্তের জনসাধারণ এবং আন্তর্জাতিক সীমারেখার নিরাপত্তা প্রদানের লক্ষে আরো দুটি বিওপি চালু করল বিজিবি। মঙ্গলবার ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধীন সুরানপুর ও খড়কপুর নামক স্থানে নতুন এই বিওপি দুটির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন- বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, রংপুর, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। প্রথমে খড়কপুর বিওপি ও পরে সুরানপুর বিওপির উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে-এ রউফ, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়াসহ স্টাফ অফিসারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিওপি দুটির উদ্বোধন শেষে বিজিবির কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনসাধারণসহ সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বিজিবি সদস্যরা সর্বদা সীমান্তে অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।