ভোলাহাটে বাল্যবিয়ের দায়ে বর ও কনের মামার ৬ মাস করে জেল

148

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাল্যবিয়ের দায়ে বর ও কনের মামার ৬ মাস করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৫ জুলাই রবিবার রাত ১০টার দিকে উপজেলার পোল্লাডাঙ্গা নতুন হাজীপাড়া গ্রামে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দায়ী ব্যক্তিদের ৬ মাস করে বিনাশ্রম জেল প্রদান করেন।
দায়ী ব্যক্তিরা হচ্ছেন- উপজেলার নতুন হাজিপাড়া গ্রামের কনের মামা মো. তোফজুল হকের ছেলে গোলাম আজম (৩৯) ও চামামুশরীভূজা গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে বর মো. সারোয়ার (২১)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম জানান, উপজেলার চামামুশরীভূজা গ্রামের মো. সারোয়ারের সঙ্গে পোল্লাডাঙ্গা নতুন হাজীপাড়া গ্রামে মামার বাড়িতে ১২/১৩ বছরের এক শিশুর বিয়ে হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। এ সময় বাল্যবিয়ের দায়ে বর ও কনের মামাকে আটক করে উভয়কে ৬ মাস করে বিনাশ্রম জেল দেয়া হয়।