ভোলাহাটে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘রক্তদানে হয় না ক্ষতি, রক্ত দিব চার মাস প্রতি’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এ ক্যাম্পেইনের আয়োজন করে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ভোলাহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফাহাদ হোসেন শুভর সভাপতিত্বে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা মু. ফুয়াদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা নূর জালাল, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, ওয়াল্টন ভোলাহাট শাখার পরিচালক জাহাঙ্গীর আলম, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, কার্যনিবাহী কমিটির সহসভাপতি মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম শান্ত, মো. ওলিউল্লাহসহ আরো অনেকে।