ভোলাহাটে প্রয়াসের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

oplus_0

ভোলাহাটে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চলে। চাঁপাইনবাবগঞ্জ প্রয়াস হসপিটালের সহায়তায় চিকিৎসা সেবা প্রদান করেন, প্রয়াস হসপিটালের আবাসিক এমবিবিএস চিকিৎসক ডাঃ মুক্তাদির আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের কণিষ্ঠ সহকারী পরিচালক মু: তাকিউর রহমান, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ভোলাহাট ইউনিট ব্যাবস্থাপক আবুল হাসনাতসহ অন্যরা। এ সময় উপজেলার প্রায় ৫০ জন অসুস্থ নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।