ভোলাহাটে পোনামাছ অবমুক্তকরণ
ভোলাহাট উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরের আনন্দ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। উদ্বোধনী সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, প্রানি সম্পদ কর্মকর্তা আশিষ দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা। ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়ণে ২৪৩ কেজি পোনা মাছ উপজেলার মোট ৮টি জলাশয়ে অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।