ভোলাহাটে পরিবহনে ডাকাতি গ্রেপ্তার ৪ ডাকাত

84

ভোলাহাটে ফলিমারির বিলে পরিবহনে ডাকাতির ঘটনায় ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ এক সংবাদ সম্মেলনে এসব খবর নিশ্চিত করেন র‌্যাব-৫।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন, ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকার আফজাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন, মহসীন আলীর ছেলে লাল্টু মিয়া, ইউসুফ আলীর ছেলে আবদুল জাব্বার, আব্দুস শুকুর আলীর ছেলে মোকলেশুর রহমান। প্রেসবিফ্রিং এ র‌্যাব জানায়, গত ২৩ আগস্ট সন্ধায় উপজেলার গোহালবাড়ি এলাকার ফলিমারির বিলে দূর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ১৫ থেকে ১৬ জনের একটি দল হাফপ্যান্ট পরিহিত অবস্থায় সোনাজল নামক স্থানে ডাকাতি করেন তারা। এ সময় পরিবহন গুলোতে থাকা সকল আরোহীদেরকে বেদম পিটুনি দিয়ে ঘাহিল করে, মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়ে ডাকাতি করে ঘটনা স্থল ত্যাগ করে। ডাকাতির ঘটনার কবলে পড়া সকলে সাথে কথা বলে জেনেছি, তাদের নগদ ৭ লাখ ৯২ হাজার ৯০০ টাকা, ১৬ টি অ্যান্ড্রোয়েড মোবাইল যার আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার ৯০০ টাকা, ৬ ভরি ২ আনা স্বর্ণলরংকার যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭৬ হাজার টাকা। মোট ১৩ লাখ ১৮ হাজার টাকা লুন্ঠন হয়েছে।
র‌্যাব-৫ আরও জানান, ডাকাতির সময় একজন বাসের চালক ডাকাত আনোয়ারকে চিনতে সক্ষম হয়। সে সুত্র ধরে বাকি ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ভোলাহাট থানাতে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির ঘটনায় খোয়ে যাওয়া মালামাল উদ্ধার কাজে অভিযান চলমান আছে বলে জানান তারা।