ভোলাহাটে ধান পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার এক

94

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বিলভাতিয়া বুড়িডোবা মাঠে পূর্বশত্রুতার জেরে আগাছানাশক দিয়ে সাড়ে চার বিঘা জমির শিস ফোটা বোরোধান পুড়িয়ে দেয়ার অভিযোগে আব্দুস সামাদ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার নামোমুশরীভূজা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল আওয়াল জানান, সাড়ে চার বিঘা জমিতে বোরো ধান চাষ করেন তিনি। এখন শিস ফোটা শুরু হয়েছে। পূর্ব শত্রুতার জেরে ১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে আগাছানাশক প্রয়োগ করে পুড়িয়ে সব ধান নষ্ট করে প্রতিপক্ষরা।
এ ঘটনায় আব্দুল আওয়াল বাদী হয়ে গত শনিবার বেশ কয়েকজনের নামে ভোলাহাট থানায় এজাহার দায়ের করেন। পরে এজাহারভুক্ত আব্দুস সামাদকে ওই দিন রাতেই গ্রেপ্তার করে ভোলাহাট থানা পুলিশ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী ক্ষতিগ্রস্ত ধান ক্ষেত পরিদর্শন করেছেন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। এজাহারনামীয় মো. আব্দুস সামাদকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।