ভোলাহাটে দুদকের গণশুনানিতে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

458

আমরা প্রতিটি সরকারী অফিসের জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। তাই আমরা আপনাদের খোঁজ খবর নিতে এসেছি। সরকারী কর্মকর্তারা কেন সেবা দিতে পারেনি এবং কত দিনের মধ্যে সেবা দিতে পারবেন তা নিশ্চিত করতে হবে- বলে জানান দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নসির উদ্দীন। ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরে দুদকের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার সকালে শুরু হওয়া দুদকের গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হাসানের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসান মডারেটরের দায়িত্বে থেকে সাধারণ ভূক্তভূগি নাগরিকেরা এলজিইডি, প্রকল্প বাস্তবায়ন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, পুলিশ, মাধ্যমিক, প্রাথমিক, সমাজসেবা, শুল্ক করিডোর, ভূমি ও সাব-রেজিষ্ট্রি অফিসসহ বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে সেবা প্রদানে অবহেলার অভিযোগের ভিত্তিতে কর্মকর্তারা উত্তর প্রদান করেন। অভিযোগের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় দুদক তালিকা নিয়ে তাদের মত করে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি গণশুনানিতে নিশ্চিত করেছেন দুদক কর্তৃপক্ষ। অভিযোগ পর্ব শেষে আলোচনায় বক্তব্য দেন, দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক আব্দুল আজিজ ভুঁইয়া, দুদক পরিচালক প্রতিরোধ মনিরুজ্জামান, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলামসহ অন্যান্যরা।