ভোলাহাটে দুই দিনব্যাপী কৃষক/কিষাণীর প্রশিক্ষণ

55

ভোলাহাট উপজেলায় দুই দিনব্যাপী কৃষক/কিষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবীদ ড. পলাশ সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সুলতান আলীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার শামীম ইকবাল, জেলা অতিরিক্ত উপ পরিচালক কাউসার আহমেদ, জেলা বহিরঙ্গন অফিসার কানিজ তাসমোবা সহ অন্যরা। ২০২৩-২৪ অর্থবছরের অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় পুষ্টি নিরাপত্তায় বসতবাড়িতে কালিপুর মডেলে পারিবারিক বাগান স্থাপন প্রশিক্ষণের আয়োজন করে ভোলাহাট উপজেলা কৃষি অধিদপ্তর। প্রশিক্ষণে উপজেলার ৩০জন কৃষক-কৃষাণী অংশ নেন।