ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০ জন যুব আত্মকর্মীকে ঋণের চেক প্রদান করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার নাসিম আহমেদ, ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাজেরা খাতুন, বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, আত্মকর্মী শেমালী খাতুনসহ অন্যরা।