ভোলাহাটে কৃষক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুই দিনব্যাপী নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার ভোলাহাট কৃষক প্রশিক্ষণ হলরুমে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের আওতায় মাল্টিডাইমেনশনাল এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‎ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণে ৬০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। ‎সোমবার প্রশিক্ষণ দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী। ‎এসময় উপস্থিত ছিলেন— এসএসিপি প্রকল্পের রিজিওনাল প্রজেক্ট অফিসার কৃষিবিদ মো. সাইফুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) বুলবুল আহমেদ, ভোলাহাট উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলীসহ অন্যরা।