ভোলাহাটে এসিল্যান্ডের হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ

481

ভোলাহাটে এসিল্যান্ডের হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার জানান, গত বুধবার রাতে বাহাদুরগঞ্জ গ্রামের রহিমেরঅপ্রাপ্ত বয়সের ছেলে মেরাজুল সুরানপুর গ্রামে বিয়ে ঠিক হয়। খবর পেয়ে এসিল্যান্ড মাসুদুর রহমান মাসুদ সরজমিন গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন। রাত হওয়ায় অপরাধীদের স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে গতকাল তার অফিসে উপস্থিত হলে এসিল্যান্ড নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে মেরাজুলকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড এবং বিয়েতে সহযোগিতা করার দায়ে ছেলের পিতা ও মেয়ের পিতা-মাতাকে ১হাজার টাকা করে অর্থদন্ড করা হয়। অপরদিকে খালেআলমপুর গ্রামের মেয়ের সাথে নওগাঁ জেলার পোরসা উপজেলার উদরিয়া করমজাই গ্রামের মেজানুর রহমানের ছেলে ফাউজুল আজিমের সাথে বিয়ের খবরে ঘটনাস্থলে ছেলে ও তার আত্মীয়-স্বজদের ধরে তার অফিসে নিয়ে এসে মোবাইল কোর্ট পরিচালনা করে ছেলেকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বাল্যবিয়েতে সহযোগিতা করায় মেয়ের পিতা, মেয়ের চাচা, নওগাঁ জেলার ছেলের আত্মীয় মৃতঃ তাহেরের ছেলে মিলন ও ভোদুকে পৃথক ভাবে ৭দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান মাসুদ।