ভোলাহাটে এক উচ্চ বিদ্যালয় থেকেই ৯মাসে ৫৫ শিক্ষার্থী বাল্যবিয়ে
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯মাসে বাল্যবিয়ের শিকার হয়েছে ৫৫ শিক্ষার্থী। সোমবার (৮ সেপ্টেম্বর) প্রায় দুপুর ১২ টার দিকে শিকারি মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বিশ্বাস তাঁর ফেসবুক পোস্টে বিষয়টি দাবি করেন। তিনি পোস্টে লিখেন, ৯ মাসে আমার বিদ্যালয়ের সিক্স টু এইট এই তিন ক্লাসের মোট ৫৫ জন ছাত্রীর বাল্যবিয়ে হয়েছে। যাদের বয়স ১২ থেকে ১৪। এবিষয়ে তিনি এলাকাবাসী, জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ঠদের দৃষ্টি আকর্ষণ করেন।
এবিষয়ে আমাদের উপজেলা প্রতিনিধি প্রধান শিক্ষক মো. সেলিম রেজা বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার স্কুলে ৯ মাসের মধ্যে ৬ষ্ঠ, ৭ম ও ৮ ম শ্রেণীতে পড়ুয়া ৫৫ জন ছাত্রীর বিয়ে হয়েছে। ঐ ছাত্রীরা দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত থাকায় তাদের খোঁজ খবর নিতে গিয়ে তিনি বল্যবিয়ের বিষয়টি জানতে পেরেছেন। তিনি বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য ভোলাহাট উপজেলায় মোট ২১টি হাই স্কুল রয়েছে।