ভোলাহাটে একই দিন ৩ স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করলো প্রশাসন

265

ভোলাহাটে ৩ স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা প্রশাসন। গতকাল রাতে ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নে কৃষ্ণপুর ও বড় জামবাড়ীয়া গ্রামে ৩ জন অপ্রাপ্ত বয়সী স্কুল ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল আজ। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পেরে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন রাত সোয়া ১০টার দিকে তাঁর প্রতিনিধি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারকে ঘটনাস্থলে পাঠান। এ সময় ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসির উদ্দিন মন্ডলের নির্দেশক্রমে এএসআই সাহানুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধির সাথে থেকে ৩ ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেন। এসময় প্রাপ্ত বয়স না হওয়ার আগে বিয়ে দেবেন না শর্তে অঙ্গীকার নামায় ৩ ছাত্রীর বাবা-মার স্বাক্ষর গ্রহণ করেন যুব উন্নয়ন কর্মকর্তা বলে ওসি নিশ্চিত করেছেন। এদিকে অফিসার ইনচার্জ আজ বিয়ের দিন ঠিক থাকায় বিয়ে হচ্ছে কি না বা অন্যত্রে গিয়ে বিয়ে দিচ্ছেন তা নজরদারীতে রেখেছেন বলে জানান তিনি।