Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ভোলাহাটে উপজেলা স্বাস্থ্য কমপেক্সের ছাদ ধ্বসে প্রাণহানির আশংকা

ভোলাহাট উপজেলার প্রায় ১লাখ ১৩ হাজার মানুষের চিকিৎসা ভরসার স্থান উপজেলা স্বাস্থ্য কমপেক্স। কমপেক্স ভবনটি ৫০ শয্যা বিশিষ্ট হলেও লোকবলের অভাবে দীর্ঘ দিনেও নতুন ভবনে কোন প্রকার কার্যক্রম চলছে না। এদিকে পুরাতন ভবনের পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং সেবিকাদের রাত্রীযাপনের ঘরের ছাদ ধ্বসে পড়ছে হরহামেশায়। ফলে ভর্তি রোগীরা জীবন বাঁচাতে এসে লাশ হয়ে বাড়ী ফেরার আশংকায় ভুগছেন। সরজমিন স্বাস্থ্য কমপেক্সে গেলে, পুরুষ ও মহিলা ওয়ার্ডের ভর্তি রোগীরা অভিযোগ করে বলেন, মাঝে মধ্যে ছাদ ধ্বসে নিচে পড়ছে যার কারণে অনেক রোগী চিকিৎসা না নিয়ে আতংকে স্বাস্থ্য কমপেক্স ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছেন। কেউ কেউ আবার বলছেন, চিকিৎসা নিতে এসে যদি ছাদ ধ্বসে মরে যায় তবে করার আর কি আছে বলে ক্ষোভ প্রকাশ করেন। র্দীঘদিন ধরে পুরাতন এ ওয়ার্ড দ’ুটিতে যে ভাবে ছাদের ছাল চামড়া উঠেছে তাতে যে কোন সময় ছাদ ধ্বসে প্রাণহানি ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন এলাকার সচেতনমহল। এ ব্যাপারে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দ্রুত এ সব মেরামতের ব্যবস্থা হবে এবং অর্থ বরাদ্ধ হয়ে গেছে বলেও জানান। তবে স্থানীয় সচেতনমহল ওয়ার্ড দ’ুটিকে মৃত্যু ঝুঁকি থেকে মুক্ত করতে পুরাতন এ ভবন গুলোকে পরিত্যাক্ত ঘোষণা করে নতুন ভবনের দাবী জানিয়েছে।

Exit mobile version