ভোলাহাটে ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা

271

ভোলাহাটে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ইটভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা ও ইটভাটা বন্ধ করা হয়েছে। গতকাল ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভিন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে উপজেলার বড়গাছীর একটি ইটভাটায় অবিযান চালান। এ সময় ইটভাটার মালিক না থাকায় তার ম্যানেজার আব্দুল কাদের জিলানির কাছে ইটভাটা পরিচালনার বৈধ কাগজপত্র দেখতে চান। এসময় তিনি বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে ইটভাটা প্রস্তুত নিয়ন্ত্রণ আইন/২০১৩ অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা করেন। এসময় মোবাইল কোর্টের সাথে থাকা ভোলাহাটের ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আবুল কাশেমকে ইটভাটার আগুন নিভানোর নির্দেশ দেন। পরে পল্লী বিদ্যুতের প্রতিনিধি ইসমাইল হোসেনকে ইটভাটার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। ইটভাটার এ অভিযান অব্যহত থাকবে বলে মোবাইল কোর্ট সূত্র জানিয়েছেন।