ভোলাহাটের বিলভাতিয়া রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপন উদ্বোধন

ভোলাহাট উপজেলার বিলভাতিয়া রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। আজ বেলা ১০ টার দিকে দেশের ২য় বৃহত্তম বিল বিলভাতির সুরানপুর অংশের প্রায় ৪ কিলোমিটার রাস্তায় ফুল, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, বিএমডিএ সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন,আরডিও মোঃ সবুজ আলী, যুব কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, তথ্য আপা মোসা: নাসরিন খাতুন, মাধ্যমিক একাডেমী সুপারভাইজার মোঃ হারুন অর রশিদ, সুরানপুর বিওপি ক্যাম্প কমান্ডার নির্মল, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সাদিকুল ইসলামসহ অন্যরা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ভোলাহাট উপজেলায় কোন বিনোদন কেন্দ্র নেই। অনেক বিনোদন প্রেমিকেরা বিলভাতিয়ার সৌন্দর্য উপভোগ করতে আসেন। এছাড়াও বিলভাতিয়ায় হাজার হাজার বিঘা জমিতে ফসল চাষে কৃষকেরা ফাঁকা মাঠে কাজ করলে বিশ্রামের জন্য কোন গাছ না থাকায় গাছের ছায়াতলে বিশ্রাম নিতে পারেন না। ফলে আমি ভোলাহাট উপজেলায় যোগদানের পর সৌন্দর্যবর্ধন ও কৃষকের বিশ্রামের কথা চিন্তা করে ফাঁকা মাঠের চার কিলোমিটার রাস্তায় ফুল ঔষধি ও বনজ গাছ রোপণের উদ্যোগ নিয়ে কর্মসূচির উদ্বোধন করা হলো। তিনি আরো বলেন, এখানে একটা বিজিবি ক্যাম্প রয়েছে। সব মিলিয়ে বিনোদন কৃষিকের বিশ্রাম সারি সারি গাছে পাল্টে দিতে পারে ভোলাহাটের চিত্র। তিনি সবাইকে গাছগুলো রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।