Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ভূমিকম্পে তুরস্কের গোলরক্ষকের মৃত্যু

সোমবারের ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তুরস্কের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কআসলান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ইয়েনি মালত্যাসপোর। ভূমিকম্প আঘাত হানার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। যে ভূমিকম্পে বুধবার পর্যন্ত পাঁচ সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছে। তার মৃত্যুর বিষয়ে ইয়েনি মালত্যাসপোর তাদের টুইটারে জানায়, আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কআসলান ভূমিকম্পের ধ্বংসস্তুপের নিচে চাপা পরে প্রাণ হারিয়েছে। আল্লাহ তাকে শান্তিতে রাখুক।’

ক্লাবটি আরও লিখে, ‘তোমাকে আমরা ভুলবো না, তুমি খুবই ভালো মানুষ ছিলে।’ ২৮ বছর বয়সী তুর্কআসলান তুরস্কের দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালত্যাসপোর হয়ে ছয় ম্যাচ খেলেছিলেন। ২০২১ সালে তিনি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। তুর্কআসলানের স্ত্রী কুবরা তুর্কআসলান কোনোরকমে বেঁচে ছিলেন। তার চেহারায় আঘাত পাওয়ার চিহ্ন ছিল। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া স্বামীকে বাঁচাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়েছিলেন কুবরা।

ভিডিও বার্তায় কেঁদে কেঁদে সাহায্য চেয়ে তিনি বলেছিলেন, ‘এই জায়গাটা খুবই ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দয়া করে তুর্কআসলানকে সাহায্য করুন। সে ৩০ ঘন্টা ধরে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে। এখানে এখনো কোনো ক্রেন কিংবা উদ্ধারকারী আসেনি। এখানকার কেউ-ই ধ্বংসস্তুপের নিচ থেকে বের হয়ে আসতে পারছে না। দয়া করে সাহায্য করুন।’

আহমেত ইয়ুপ তুর্কআসলানের মৃত্যুতে শোক জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেস ও এভারটনের সাবেক তুর্কিশ উইঙ্গার ইয়ানিক বোলাসি। তিনি লিখেছেন, ‘আহমেত ইয়ুপ তুর্কআসলান, শান্তিতে থেকো ভাই আমার। এক মুহূর্তে তুমি কাউকে ডাগআউটে দেখতে পারো, পরমুহূর্তেই তারা উধাও হয়ে যায়।’

Exit mobile version