ভিলিয়ার্সকে ৩৬০ ডিগ্রি বলি অথচ এই ব্যাটসম্যানকে বলি না

83

মাঠের চারদিকেই শট খেলতে পারেন। এবি ডি ভিলিয়ার্সের জন্য কোনো একটা জায়গা ফাঁকা রাখার উপায় নেই। সব ধরনের শট খেলতে পারার এই গুণ প্রোটিয়া এই ব্যাটসম্যানের নামের পাশে সেঁটে দিয়েছে ‘৩৬০ ডিগ্রি’ তকমা।

ক্যারিবীয় একজন ব্যাটসম্যানেরও এমন গুণ আছে বলে মনে করেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। কিন্তু তাকে কেউ ৩৬০ ডিগ্রি হিসেবে দেখছে না এখনও। গম্ভীরের মনে তাই আক্ষেপ। কলকাতা নাইট রাইর্ডাসকে দুইবার শিরোপা জেতানো এই অধিনায়ক মনে করেন, ডি ভিলিয়ার্সের মতো বিখ্যাত হওয়ার সামর্থ্য আছে ওই ব্যাটসম্যানেরও।

কাকে নিয়ে কথা হচ্ছে? তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। এবারের আইপিএলে বাঁহাতি এই ব্যাটসম্যানের দিকে সবার নজর রাখতে হবে বলেই মনে করেন গম্ভীর।

২৪ বছর বয়সী ক্যারিবীয় উইকেটরক্ষককে নিয়ে গম্ভীর বলেন, ‘আমার চোখে এবারের আইপিএলে যে তরুণদের দিকে নজর রাখতে হবে তার মধ্যে নিকোলাস পুরানের কথাই বলব।’

কি কারণে ত্রিনিদাদের এই অলরাউন্ডারের দিকে নজর রাখতে হবে, সেই ব্যাখ্যাও দিলেন গম্ভীর। তার বিশ্লেষণ, ‘আমরা সবাই এবি ডি ভিলিয়ার্সকে ৩৬০ ডিগ্রি খেলোয়াড় বলি। কিন্তু নিকোলাস পুরানও কিন্তু সব ধরনের শট খেলতে পারে। সে রিভার্স সুইপ, নরমাল সুইপ এবং বড় শট খেলারও সামর্থ্য রাখে।’

আইপিএলে পুরান খেলবেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে, যে দলটির কোচ অনিল কুম্বলে। ভারতীয় এই কোচ পুরানের কাছ থেকে সর্বোচ্চটাই বের করে নেবেন, বিশ্বাস গম্ভীরের।