ভিন্ন কৌশলে অতিরিক্ত ৩৫০ কোটি ব্যারেল তেল উত্তোলন করছে ইরান

178

ইরানের রেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ জানিয়েছেন, দেশটির খুজেস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল খনি থেকে ভিন্ন কৌশলের মাধ্যমে অতিরিক্ত ৩৫০ কোটি ব্যারেল তেল উত্তোলন করতে চলেছে ইরান। তিনি জানিয়েছেন, ইরাক সীমান্তে অবস্থিত আজাদেগান তেলক্ষেত্র থেকে ‘এনহান্সড রিকভারি রেট’ পদ্ধতিতে এই বাড়তি তেল উত্তোলন করা হবে। বাড়তি তেল উৎপাদন করা সম্ভব হলে ওই খনিতে তেলের উৎপাদন বেড়ে শতকরা দশভাগে দাঁড়াবে। বর্তমানে খনিতে শতকরা ৫ থেকে ৬ ভাগ তেল উত্তোলন করা হয়।
জাঙ্গানেহ বলেন, তেহরান বিশ্ববিদ্যালয় এনহান্সড রিকভারি রেট পদ্ধতিতে তেলের উৎপাদন বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।