ভিডিও বার্তায় ফের ইরানে হামলার হুমকি আইএসের

261

এক ভিডিও বার্তায় ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। গত বুধবার আইএসের বার্তা সংস্থা আমাকের লোগো সংবলিত ওই ভিডিওতে তরুণ ইরানিদের জেগে উঠে তাদের দেশে জেহাদ শুরু করার ডাকও দেওয়া হয়েছে। ভিডিওতে হাতে একে-৪৭ রাইফেল ধরা কালো মুখোশ পরিহিত এক ব্যক্তিকে ওই হুমকি দিতে দেখা যায়। তার পাশে আরো দুই ব্যক্তি বসেছিলেন।ভিডিওতে জুনে তেহরানে চালানো দুটি জঙ্গি হামলার ফুটেজও দেখানো হয়। তেহরানের ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস।
ফার্সিতে ওই ব্যক্তি বলেন, যে পদ্ধতিতে ইরাক ও সিরিয়ায় আমরা তোমাদের কুকুরদের গলা কেটেছিলাম, সেই একই পদ্ধতিতে তেহরানের কেন্দ্রস্থলে আমরা তোমাদের গলা কাটবো।”মুসলিম সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইরাক ও সিরিয়ায় একটি খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, কিন্তু দেশদুটির জাতীয় সেনাবাহিনী ও বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠীর অভিযানের মুখে আইএস এখন চাপের মুখে আছে।ওই অঞ্চলে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানকে নিজেদের প্রধান শত্রু হিসেবে দেখে আইএস।৭ জুন গোষ্ঠীটি তেহরানে ইরানি পার্লামেন্ট ভবন ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা চালিয়ে অন্তত ১৮ জনকে হত্যা করেছিল।
ওই হামলার জেরে ১৮ জুন সিরিয়ায় আইএসের ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী রক্ষীদল। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহু ব্যক্তিকে গ্রেপ্তার করার কথাও ঘোষণা করেন ইরানি কর্মকর্তারা। প্রকাশিত ভিডিওটির আরেক অংশে কালো মুখোশ পড়া জঙ্গিদের আরবিতে শিয়াদের বিরুদ্ধে কথা বলতে ও ইরাকে তাদের ওপর হামলা চালানোর হুমকি দিতে দেখা গেছে।