ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ১০০মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

2268

চাঁপাইনবাবগঞ্জের আমনুরার ঝিলিম বাজার এলাকায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এ কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় তিনি সবাইকে বিদ্যুৎ ব্যবহারে আরো মিতব্যায়ী হওয়ার আহ্বান জানান। নতুন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ায়, বিদ্যুৎতের ভোল্টেজের সমস্যা অনেকাংশে দূর হবে, বিশেষ করে চাষাবাদের সময় চাঁপাইনবাবগঞ্জ সহ এ অঞ্চলের যে বাড়তি বিদ্যুৎ প্রয়োজন হয়, তা অনেকটা পূরণ করা সম্ভব হবে বলে মনে করেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, ১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী, ২ আসনের সংসদ সদস্য গোলাম  মোস্তফা, জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল, জেলা প্রশাসক মাহমুদুল হাসানসহ অন্যরা। গনভবনে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। উল্লেখ্য, আমনুরা এলাকায় ২০১৫ সালের ২৯ ডিসেম্বর এ বিদ্যুৎ কেন্দ্রের নির্মানকাজ শুরু হয়েছিল।