Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ভালো ছাত্র হয়েও ভালো হতে পারছেন না সজল

ভালো ছাত্র জনপ্রিয় অভিনেতা সজল। তবু সমাজের লোকজনের কাছে তিনি ভালো হতে পারছেন না। কারণ, ভালো ছাত্র মানে শিক্ষাজীবন শেষে ভালো চাকরি করা। কিন্তু সেখানে সজল ভিন্ন পথে হাঁটছেন। বিদেশ থেকে পড়ালেখা শেষ করে তিনি গ্রামে কৃষিকাজে নিজেকে জড়িয়েছেন। এই নিয়ে সমাজের লোকজনের নানা কথা শুনতে হচ্ছে তাকে।
‘ভালো ছাত্র’ শিরোনামের একটি টেলিছবিতে এভাবে দেখা যাবে এই অভিনেতাকে। আকাশ রঞ্জনের রচনায় এটি নির্মাণ করছেন মাহমুদ হাসান রানা। আগামীকাল বেলা ৩টায় চ্যানেল আইয়ে এটি প্রচার হবে। নাটকটি প্রসঙ্গে সজল বলেন, নাটকের গল্পটি চমৎকার। আমাদের সমাজের প্রচলিত ভুল নিয়ে এই নাটকের গল্প। সমাজে সবাইভাবে ভালো ছাত্র শুধু চাকরি করবে। অন্য কিছু না। একটি গ্রামের উন্নয়নের জন্য একজন ভালো ছাত্রের অনেক কিছু করণীয় থাকে সেটা তারা বুঝতে চায় না। কৃষি কাজের মধ্যদিয়েও গ্রামের উন্নয়ন সম্ভব এই টেলিছবিতে দর্শক সেটি দেখবে। এই টেলিছবিতে সজলের বিপরীতে দেখা যাবে জেসিয়াকে। এদিকে ঈদে প্রচারিত সজল অনিমেষ আইচের ‘আমন্ত্রণ’, সুমন আনোয়ারের ‘টক ঝাল মিষ্টি’, চয়নিকা চৌধুরীর ‘দ্বিতীয় যাত্রা’, সহিদুন নবীর ‘বাতাসে প্রেম ভাসে’, তপু খানের ‘অভিমান খুনসুটি’ ও রাজিব হাসানের ‘ভ্যারাইটি শো’সহ বেশকিছু নাটক থেকে দর্শকের বেশ সাড়া পেয়েছেন বলে জানান।

Exit mobile version