Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ভালভেরদের আস্থা ‘ঘাতক’ সুয়ারেসে

দলের আক্রমণভাগের অন্যতম সদস্য লুইস সুয়ারেস গোল খরায় থাকলেও চিন্তিত নন এরনেস্তো ভালভেরদে। বার্সেলোনার কোচের মতে উরুগুয়ের এই স্ট্রাইকার একজন ‘ঘাতক’।
চলতি লা লিগায় এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ৩টি গোল করেছেন সুয়ারেস। জালের দেখা পাননি শনিবার কাম্প নউয়ে সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ের ম্যাচেও। জোড়া গোল করে দলকে জেতান স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসের।
তবে সুয়ারেসের উপর আস্থা হারাচ্ছেন না ভালভেরদে। বরং সাম্প্রতিক ম্যাচগুলোতে ৩০ বছর বয়সী এই শিষ্যর খেলায় কিছু ইতিবাচক দিক দেখছেন তিনি।
“সম্প্রতি আমরা সুয়ারেস নিয়ে অনেক কথা বলছি। কিন্তু সে যেভাবে পরিশ্রম করে এবং আমাদের যে সব কিছু দেয় তাতে আমি তাকে পেয়ে খুশি। সে একজন ঘাতক।”
“ইদানিং সে গোল করছে না, কিন্তু সমসময় গোল করার সুযোগ পাচ্ছে। সেভিয়ার বিপক্ষেও পেয়েছে। এটা ভালো একটি লক্ষণ।”
লিগে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনা ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ভালেন্সিয়া দ্বিতীয় স্থানে আছে ৪ পয়েন্ট কম নিয়ে। ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। আর ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
আন্তর্জাতিক বিরতির পর আগামি ১৮ নভেম্বর লেগানেসের মাঠে খেলতে যাবে ভালভেরদের দল।

Exit mobile version