ভারত মহদিপুর ও সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি ৫ দিন বন্ধ

256

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ভারত মহদিপুর স্থল বন্দর ৫দিন ছুটি ঘোষণার কারণে ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার সন্তোষ সরেন জানান, মহদিপুর বন্দরে ৫ দিন ছুটি থাকায় সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। কিন্তু পূর্বের আমদানিকৃত পণ্যগুলো পানামা ইয়ার্ডের ভেতরে লোড আনলোডের কাজ অব্যহত থাকব। এছাড়া পাসপোর্টধারী যাত্রীদের জন্য সোনামসজিদ কাস্টমস ইমিগ্রেশন খোলা থাকবে। এদিকে ২১ অক্টোবর রবিবার থেকে আবারো সোনামসজিদ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে ভারতীয় মহদিপুর বন্দরের সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডল জানান।