ভারত থেকে সরে এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে

298

ভারতে বসছে না এশিয়া কাপের পরবর্তী আসর। আগামি সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে। ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে বাংলাদেশে হয় এশিয়া কাপের টানা তিনটি আসর। এবারের ভেন্যু ছিল ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পিসিবি প্রধান নাজাম শেঠি জানান, ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনায় টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। খেলা হতে পারে আগামি ১৩ থেকে ২৮ সেপ্টেম্বর। ২০১৮ সালের ইমার্জিং টিমস এশিয়া কাপ যৌথভাবে বসবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। এপ্রিল মাস থেকে পিছিয়ে এই টুর্নামেন্ট নেওয়া হয়েছে ডিসেম্বরে। এশিয়া কাপের এবারের আসরে পূর্ণ সদস্য পাঁচ দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গী হবে আরেকটি দল। টুর্নামেন্ট খেলতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের পেরিয়ে আসতে হবে বাছাই পর্ব। টুর্নামেন্ট খেলতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের পেরিয়ে আসতে হবে বাছাই পর্ব। সেখানে তাদের সঙ্গী হংকং, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমান। এবার হবে এশিয়া কাপের চতুর্দশ আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে গতবার প্রথমবারের মতো এই টুর্নামেন্টে হয় টি-টোয়েন্টি ক্রিকেট। এবার টুর্নামেন্ট ফিরে যাচ্ছে ওয়ানডে সংস্করণে।