ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ জাতীয় পাওয়ার গ্রিডে সরবরাহের জন্য নাচোলে সাবষ্টেশন নিমার্ণ প্রক্রিয়া শুরু

204

নাচোলের পূর্ব চন্দনা এলাকায় ভারত থেকে আমাদানি করা বিদ্যুৎ জাতীয় পাওয়ার গ্রিডে সরবরাহের জন্য উপকেন্দ্র নিমার্ণ প্রক্রিয়া শুরু হয়েছে। নাচোল-রহনপুর সড়কের পাশে নাচোলে কসবা ইউনিয়নে পূর্ব চন্দনা মৌজার ১৬ একক জমি অধিগ্রহণ আজ সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইমরান হোসেন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা, পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ (পিজিসিবি) এর প্রকল্প পরিচালক আলমগীর হোসেন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন ও দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা। পিজিসিবি’র প্রকল্প পরিচালক আলমগীর হোসেন, জানান, শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ পিজিসিবি’র চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া গ্রিডে সরবরাহের জন্য এ উপকেন্দ্র নিমার্ণ করা হবে। বাংলাদেশ সরকার (জিওবি), এশিয়ান  উন্নয়ন ব্যাংক (এডিবি) ও পিজিসিবি’র অর্থায়নে এ উপকেন্দ্র নিমার্ণ হবে। এ উপকেন্দ্র নিমার্ণের জন্য ইতিমধ্যে দরপত্র আহŸান করা হয়েছে। এ উপকেন্দ্র থেকে পিজিসিবি’র চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর ১৩২ কেভি ও রহনপুর-বগুড়া ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিমার্ণ কাজ গত ১০ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ প্রান্ত থেকে শুরু হয়েছে বলে তিনি জানান।