ভারতে ৪ বছরের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি সর্বনিম্ন
নরেন্দ্র মোদি সরকার আভাস দিয়েছেন ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার অনেকটাই কমে যেতে পারে। এবাবের জিডিপি গত চার বছরের মধ্যে সর্বনিম্ন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ প্রকাশিত ভারতীয় জাতীয় পরিসংখ্যান দফতরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার উদ্বেগজনক। ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ২ শতাংশ, চলতি অর্থবছরে কমে হতে চলেছে ৬ দশমিক ৪ শতাংশ, যা কিনা গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন হবে।
অবশ্য ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) দেশের জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী হওয়া নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিল। যদিও তাদের পূর্বাভাস ছিল, এই হার চলতি অর্থবছরে ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে। তবে জাতীয় পরিসংখ্যান দফতর বলছে, তার থেকেও কম হবে প্রবৃদ্ধির হার। এই বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৭ শতাংশ। অর্থনীতিবিদরা অনুমান করেছিলেন যে দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশে থাকতে পারে। তবে বাস্তবে তা প্রত্যাশার চেয়ে অনেকটাই কম হয়ে দাঁড়ায়। চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) তা হয়েছিল ৫ দশমিক ৪ শতাংশ।
বিশেষজ্ঞদের ধারণা, ভারতে উৎসবের মৌসুম ও সরকার ঘোষিত নানাবিধ প্রকল্প আগামী ত্রৈমাসিকে কিছুটা বৃদ্ধি পাবে। তবে জাতীয় পরিসংখ্যান দফতরের প্রতিবেদন স্বাভাবিকভাবেই মোদি সরকারের চিন্তা বাড়াবে। আগামী তিন বছরের মধ্যে বিজেপি সরকার ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে তুলে ধরার লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে যে পূর্বাভাস এলো, তারপর মোদি সরকার এটা বাস্তবায়ন করতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।