ভারতে হাসপাতালে অগ্নিকান্ড

67

ভারতে শনিবার একটি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় করোনাভাইরাসে আক্রান্ত কমপক্ষে ১২ রোগি প্রাণ হারিয়েছেন। দেশটির হাসপাতালে একের পর এক অগ্নিকান্ডের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ ঘটনা। এদিকে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এখানকার স্বাস্থ্য সেবা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। খবর এএফপি’র।
ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের ভরুচে চার তলা বিশিষ্ট ওই হাসপাতালে প্রায় ৫০ জন রোগি ভর্তি ছিল। স্থানীয় সময় রাত ১ টার দিকে (গ্রিনিচ মান সময় ০৭৩০ টা) সেখানে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে বলা হয়, ‘সকাল সাড়ে ৬ টায় পাওয়া তথ্য অনুযায়ী, এ মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। সেখানে আগুন লাগার পরপরই আমরা ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলাম।’
গত ২৩ এপ্রিল মুম্বাইয়ের উপকণ্ঠে একটি হাসপাতালে অগ্নিকান্ডে ১৩ জন কোভিড-১৯ রোগি প্রাণ হারান। এর মাত্র কয়েক দিন পর মহারাষ্ট্র রাজ্যের একটি ক্লিনিকে আগুনের ঘটনায় ২২ জনের প্রাণহানি ঘটে।
গত মাসে একই রাজ্যের একটি হাসপাতালে অগ্নিকান্ডে করোনাভাইরাসে আক্রান্ত ২২ রোগি প্রাণ হারান। রোগিদের অক্সিজেন সরবরাহের ভেন্টিলেটরে ফুটো থাকায় অক্সিজেন নির্গত হওয়ায় সেখানে এ আগুনের সূত্রপাত ঘটে।