ভারতে বিমানের ইঞ্জিনে আগুন
দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরেই আগুন ধরে যায় এয়ার ইন্ডিয়ার বিমানের ছোট ইঞ্জিনে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, যাত্রী এবং বিমানের কর্মীরা নিরাপদেই বিমান থেকে নেমেছেন। তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন। আগুন লাগার কারণে বিমানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এয়ার ইন্ডিয়া সূত্রে জানায়, এআই৩১৫ বিমানটি আজ হংকং থেকে দিল্লিতে অবতরণ করে। তার কিছুক্ষণ পরেই বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (এপিইউ)-তে আগুন লেগে যায়। তার পরেই সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। প্রযুক্তিগতভাবে সেই ব্যবস্থাই করা আছে বিমানে। যখন তাতে আগুন লাগে, তখন যাত্রীরা বিমান থেকে অবতরণ করছিলেন। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, কী ভাবে আগুন লাগল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এপিইউ হল একটি ছোট ইঞ্জিন। বিমান যখন রানওয়ে ছুঁয়ে থাকে, তখন তাকে শক্তি জোগায় এটি। সে সময় বিমানের এসি, লাইট জ্বালাতে, প্রধান ইঞ্জিন চালু করতে শক্তির জোগান দেয় এপিইউ। গত মাসে অহমদাবাদের লোকালয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। লন্ডনের অদূরে গ্যাটউইকে যাচ্ছিল সেটি। উড়ানের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে। প্রাণ হারান বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৪১ জন। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬০ জন।