Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

ভারতের তামিলনাডু রাজ্যে রডবাহী ট্রাকের সঙ্গে যাত্রাবাহী বাসের সংঘর্সে ১০ জন নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাজ্যের থানজাভুর জেলার ভাল্লাম শহরের একটি ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। ট্রাকের ইস্পাতের রডগুলো পেছনে থাকা বাসটির কয়েকজন যাত্রীর শরীরে ঢুকে যায় বলে জানিয়েছে পুলিশ। রাজ্যের মালিকানাধীন পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি ৬০ জন যাত্রী নিয়ে তিরুপ্পুর থেকে কুমবাকোনাম যাচ্ছিল। পথে ওই ফ্লাইওভারে সামনে থাকা রডবাহী ট্রাকটিকে সম্ভবত ওভারটেক করতে গিয়েছিল বাসটি, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ট্রাকটিকে গিয়ে ধাক্কা মারে। এতে আট যাত্রীর পাশাপাশি ঘটনাস্থলেই বাস ও ট্রাকটির দুই চালকও নিহত হন বলে জানিয়েছে পুলিশ। আহতদের সবাইকে থানজাভুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ রুপি ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইদাপ্পাদি পালানিস্বামি।

Exit mobile version