ভারতে পেট্রল পাম্পে ২ ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল ৮ জনের
রাজস্থানের জয়পুরে একটি পেট্রল পাম্পের বাইরে দুটি ট্রাকের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আজ সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আজ ভোর ৫টা ৩০ মিনিটের দিকে আজমের রোডে একটি পেট্রল পাম্পের বাইরে এ দুর্ঘটনা ঘটে। একটি সিএনজি ট্যাংকার পেট্রল পাম্পের কাছে দাঁড়িয়ে ছিল, ট্রাকের ধাক্কায় সেটিতে আগুন ধরে যায়। কর্মকর্তাদের মতে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং তাদের মধ্যে অন্তত ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানিয়েছেন। আগুনে পেট্রল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা আরো কয়েকটি যানবাহন পুড়ে যায়।