ভারতের হামলা জরুরি বৈঠকে ইমরান খান

216

নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় বিমান বাহিনীর বোমাবর্ষণের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এর আগে মঙ্গলবার সকালে রাজধানী ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠক ডাকেন কুরেশি। নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে ভারতীয় বিমান বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ বৈঠক আহ্বান করা হয়েছিল বলে জানিয়েছে রেডিও পাকিস্তান। বৈঠকে প্রাক্তন সচিব ও জ্যেষ্ঠ কূটনীতিকরা অংশ নিয়েছেন। এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী কুরেশি পাকিস্তানকে চ্যালেঞ্জ না জানানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকার আছে এবং এর যথার্থ জবাব দেওয়ার অধিকার পাকিস্তান রাখে। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর ১২টি জঙ্গি বিমান সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ‘সন্ত্রাসীদের ঘাঁটি’ লক্ষ্য করে এক হাজার কেজি বোমাবর্ষণ করে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বালাকোটে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের এটি সবচেয়ে বড় ঘাঁটি ছিল। হামলায় বিপুল সংখ্যক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। তিনি হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানাননি।