01713248557

sm@radiomahananda.fm

LIVE

ভারতের সুপ্রিম কোর্টে মাদ্রাসা শিক্ষাকে বৈধ রায়

ভারতের উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন ‘অসাংবিধানিক’ বলে ইলাহাবাদ হাই কোর্টের দেয়া রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ শীর্ষ আদালত জানায়, উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন বৈধ। একই সঙ্গে আদালত এই আইনকে ‘সাংবিধানিক’ বলেও উল্লেখ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে উত্তরপ্রদেশে মাদ্রাসা চালু রাখতে আর বাধা রইল না। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন সংক্রান্ত মামলার রায় দেন। রায় দেয়ার সময় প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, আদালত মাদ্রাসা শিক্ষা আইনের বৈধতা বহাল রাখছে। এই আইন সাংবিধানিক। এই আইন মাদ্রাসা প্রশাসনে সরাসরি হস্তক্ষেপ করে না। সুপ্রিম কোর্ট জানায়, মাদ্রাসা আইনে কিছু ধর্মীয় প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকায়, তা অসাংবিধানিক হতে পারে না। তবে এই আইনের অধীনে ‘ফাজিল’ এবং ‘কামিল’ ডিগ্রি প্রদান অসাংবিধানিক।