ভারতের পরিবেশমন্ত্রী অনিল মাধব দাভের মৃত্যু

237

ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল মাধব দাভে মারা গেছেন। দাভের পরিবারের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে জানিয়েছেন, দাভের মৃত্যুতে তিনি ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছেন। তিনি বলেছেন, গত সন্ধ্যা রাতটিও আমি অনিল মাধব দাভে জি-র সঙ্গে ছিলাম, গুরুত্বপূর্ণ কিছু ইস্যু নিয়ে আলোচনা করেছি। দাভের মৃত্যুকে ‘ব্যক্তিগত ক্ষতি’ বলে বর্ণনা করেছেন তিনি। নিবেদিতপ্রাণ সরকারি কর্মচারী হিসেবে দাভেকে স্মরণ করা হবে এবং তিনি পরিবেশ সংরক্ষণের বিষয়ে অত্যন্ত উৎসাহী ছিলন বলে জানিয়েছে মোদি। দাভে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে জড়িত ছিলেন। গত বছর তাকে পরিবেশমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ভারতের মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বড়নগরে ১৯৫৬ সালের ৬ জুলাই জন্মগ্রহণকারী দাভে ভারতীয় পার্লামেন্টের বিভিন্ন কমিটির এবং বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক পার্লামেন্টারি ফোরামের সদস্য ছিলেন।