ভারতের নতুন টেস্ট অধিনায়ক ২৫ বছর বয়সী শুভমান গিল
সদ্য বিদায়ী রোহিত শর্মার জায়গায় ৫ দিনের ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শুভমান গিল। আজ ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে গিলের অধিনায়কত্বের খবর জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দলের সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্তকে। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজটি শুরু হবে জুন মাসে। সেই গুরুত্বপূর্ণ সফরের দল ঘোষণার সঙ্গে সঙ্গেই আসে আরও এক চমক-রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন এই সিরিজের দলে নেই, কারণ ৩ জনই ইতোমধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ২৫ বছর ২৫৮ দিন বয়সে ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেন শুভমান গিল। বয়সের হিসাবে তিনি ভারতের পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। তার চেয়ে কম বয়সে ভারতের টেস্ট দলের নেতৃত্বে ছিলেন কেবল মনসুর আলি খান পতৌদি ২১ বছর, শচীন টেন্ডুলকার ২৩ বছর, কপিল দেব ২৪ বছর ও রবি শাস্ত্রী ২৫ বছর ২২৯ দিন।