Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর হাতে ১৪ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ১৪ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। সোমবার সকালে রাজ্যের সুকমা জেলার গোল্লাপল্লি ও কোন্টা এলাকার মধ্যবর্তী বনে দুপক্ষের মধ্যে বন্দুক লড়াই হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এলাকাটি রাজ্যের রাজধানী রায়পুর থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণে।
পুলিশ জানিয়েছে, ওই এলাকায় দুইশরও বেশি মাওবাদী বিদ্রোহীর সঙ্গে জেলা রির্জার্ভ গার্ড, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যদের তীব্র বন্দুক লড়াই হয়। এতে ১৪ বিদ্রোহী নিহত হওয়ার পাশাপাশি ওই এলাকা থেকে বিদ্রোহীদের ব্যবহৃত ১৬টি অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা। আর কোনো বিদ্রোহী এলাকাটিতে লুকিয়ে আছে কি না তা বের করতে সেখানে চিরুণী অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

Exit mobile version