ভারতের আসামে ৬৯ হাজারেরও বেশি মানুষ বন্যাকবলিত

439

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ৬৯ হাজারেরও বেশি মানুষ বন্যাকবলিত। এছাড়া ৪ হাজারেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। সোমবার অল ইন্ডিয়া রেডিওর বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়। সূত্র মতে, আসামের পাঁচ জেলা বন্যা কবলিত। এসব জেলার ৬৯ হাজারেরও বেশি মানুষ ক্ষতির শিকার। এদিকে বহ্ম্রপুত্র নদীর বিভিন্ন শাখানদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যরা বন্যাকবলিতদের সহায়তায় নানা তৎপরতা চালাচ্ছে। তারা চার হাজার লোককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে। কর্মকর্তাগণ জানান, বন্যা কবলিত এলাকায় ১ হাজার ৬শ হেক্টরেরও বেশি আবাদি জমির ফসল বিনষ্ট হয়েছে।