ভারতীয় কোচের তালিকায় ক্রেইগ ম্যাকডারমট

338

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কোচের তালিকায় এবার সাবেক অস্ট্রেলিয়ান পেসার ক্রেইগ ম্যাকডারমটের অন্তর্ভূক্তির ইঙ্গিত পাওয়া গেছে। ৫২ বছর বয়সী এই অসি পেসার ইতোমধ্যেই অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হবার তালিকায় আবেদন করেছেন বলে জানা গেছে। ৭১ টেস্টে ২৯১ উইকেট শিকারী ম্যাকডারমট ২০১৩-১৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার পেস আক্রমনকে সমৃদ্ধ করতে তার অবদান বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০১৩-১৪ সালে এ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা ও ২০১৫ বিশ্বকাপ জয়ের পিছনেও ম্যাকডারমটের ভূমিকাকে স্মরণ করা হয়। চলতি মাসেই কুম্বলের সাথে জাতীয় দলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। সে কারনেই ইতোমধ্যেই এই পদে আবেদন করা তালিকায় এগিয়ে রয়েছেন সাবেক ভারতীয় ওপেনার ভিরেন্দ্র শেবাগ, অভিজ্ঞ অস্ট্রেলিয়ান কোচ টম মুডি, রিচার্ড পাইবাস ও লালচাঁদ রাজপুত। ম্যাকডারমট জানিয়েছে অনেকদিন ধরেই তিনি আন্তর্জাতিক ভাবে একটি দলের কোচের দায়িত্ব নেবার স্বপ্ন দেখছেন। এ সম্পর্কে তিনি বলেছেন, হ্যাঁ আমি ভারতীয় দলের কোচের পদের জন্য আগ্রহ প্রকাশ করেছি। সময় মতই আমি সব কাজ সম্পন্ন করেছি, এ সংক্রান্ত আবেদনও অনেক আগেই বিসিসিআইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। ভারতীয় দলের প্রধান কোচের পদটা আমার কাছে স্বপ্নের মতই। প্রায় বছরখানেক যাবত আমি কোচিং ক্যারিয়ারের বাইরে আছি, এখন আমি পুনরায় এখানে ফিরতে চাই। ভারতে আমি সময়টা বেশ উপভোগ করেছি। এখন ভারতীয় ক্রিকেটকে ভাল কিছু দিতে চাই।