ভারতকে হারিয়ে ফাইনালে এক পা অস্ট্রেলিয়ার

মেলবোর্ন টেস্টের রোমাঞ্চ ছড়ান পঞ্চম ও শেষ দিনে ভারতকে ১৮৪ রানের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। পাশাপাশি এই জয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ফাইনালে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেল ভারত। আজ সোমবার (৩০ ডিসেম্বর, ২০২৪) সকালে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়। তাতে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৪০ রান। সেই রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে চা বিরতিতে যায় ভারত। বিরতি থেকে ঋষভ পন্তের উইকেট হারানোর পর নাটকীয়ভাবে পরিস্থিতিতি বদলে যায়। শেষ পর্যন্ত ৭৯.১ ওভারে ভারত ১৫৫ রানে অলআউট হয়ে যায়। আর অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয় পায়।