Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ভারতকে টক্কর দিতে ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান

জঙ্গিদের হাতিয়ার করে ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান, নাশকতা ছড়িয়ে দেশের শান্তিভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে, এমনটাই বললেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। তার কথায়, সরাসরি সংঘাতের পথে আসছে না পাকিস্তান। বরং ক্রমশই শক্তিশালী হয়ে ওঠা ভারতীয় সেনার সঙ্গে টক্কর দিতে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে ব্যবহার করে ছায়াযুদ্ধ চালাচ্ছে তারা। আজ ডিফেন্স কমিউনিকেশনের ইভেন্টে বিপিন রাওয়াত বলেন, আমরা এখন যুদ্ধ বা শান্তি কোনও পরিস্থিতিতেই নেই। ক্রমাগত পাকিস্তানের তৈরি করা এই ছায়াযুদ্ধের জবাব দিতে হচ্ছে। নাশকতা রুখতে প্রতিরক্ষার ৩টি বাহিনীকে নিয়ে গঠন করা হয়েছে ‘আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশন।’ সন্ত্রাসের মোকাবিলা একযোগে করবে প্যারা স্পেশাল ফোর্স, ভারতের মেরিন কম্যান্ডো ফোর্স (মার্কোস) এবং বিমানবাহিনীর নিজস্ব এলিট ফোর্স।

Exit mobile version