ভবনের অভাবে ঝুঁকি নিয়েই ক্লাশ হচ্ছে মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

499

শিবগঞ্জ উপজেলার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান ৬১ নং মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছাত্রছাত্রীর পরিমান দিন দিন বাড়লেও বাড়নি শ্রেণীকক্ষ। যার ফলে ছোট ছোট শিশুদের জীবনের ঝুঁকি নিয়েই ক্লাশ হচ্ছে সেখানে। ইতোমধ্যে একটি কক্ষে পাঠদান অবস্থায় ছাদের নিচের অংশ ধ্বসে পড়ে আতঙ্কেরও সৃষ্টি হয়েছে। এমনকি কয়েকটি বীমে ফাটলও দেখা গেছে। এদিকে কয়েকটি শ্রেণীতে শতাধিক ছাত্রছাত্রী থাকলেও ঘরের পরিধি ছোট। এসব বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিমা খাতুন জানান, নতুন শ্রেনীকক্ষ না বাড়ায় অনেক দিনের পুরনো ও ঝুঁকিপূর্ণ কক্ষেই ক্লাশ করাতে হচ্ছে এবং যেসব নতুন কক্ষ রয়েছে এগুলো তুলনামূলক অনেক ছোট হওয়ায় বাচ্চাদের বসতে ও বই রাখতে চরম অসুবিধা হয়। এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ম্যানুয়েল অনুযায়ী ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষক সংকটের কথাও জানান তিনি। এব্যাপারে আমাদের উপজেলা প্রতিনিধি নুরতাজ আলম সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সহকারী শিক্ষা কর্মকর্তা।