ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতার জন্মবার্ষিকী পালন
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী, সাম্রাজ্যবাদবিরোধী সশস্ত্র সংগ্রামের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মবার্ষিকী পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে সোমবার এসব কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা শুরু হয়। এতে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বেলা সাড়ে ১১টায় প্রধান শিক্ষক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, শাহজাহান আলী, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, সভাপতি আরাফাত মিলেনিয়ামসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। শেষে দুটি ক্যাটাগরিতে বিজয়ী ছয়জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয়। এছাড়া প্রধান শিক্ষককেও শুভেচ্ছা হিসেবে বই উপহার দেয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহসভাপতি ফারাহ্ উলফাৎ অর্পিতা ও আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ফাতেমা খাতুন, কার্যনির্বাহী সদস্য সিফা বিনতে হাবিব, আহমেদ ওয়ালিদ, বন্ধু সাদিয়া কুলসুম, মাহমুদা আক্তার।