ব্রাজিল-স্পেনকে ছাড়িয়ে গেল আর্জেন্টিনা

100

হারের স্বাদ যেন ভুলতেই বসেছে আর্জেন্টিনা। ৩ বছরের বেশি সময় ধরে টানা ৩৬ ম্যাচে কোনো প্রতিপক্ষই হারাতে পারেনি তাদের। গতকাল আরব আমিরাতের বিপক্ষে ৫-০ গোলের জয়ের পর অপরাজিত থাকার ধারাটা আরও উঁচুতে নিয়ে গেল আলবিসেলেস্তারা। ব্রাজিল-স্পেনকে ছাড়িয়ে এখন ইতালির পরেই তাদের অবস্থান। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে ড্র করলেই ইতালিকে টপকে নতুন বিশ্ব রেকর্ডের মালিক হবে লিওনেল স্কালোনির দল। ২০১৮ সালের ১০ অক্টোবর থেকে ৬ অক্টোবর ২০২১ পর্যন্ত সর্বোচ্চ টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। যার মধ্যে ৩০ টিতে জয় ও বাকি ৭ ম্যাচে ড্র করে তারা।