Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ব্রাজিলে রাজনীতির মাঠ কাঁপাতে আসছেন লুলা

দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে জেল খেটেছেন। ক্যান্সারের সঙ্গে লড়েছেন। সেই লুলাই এখন রাজনীতির মাঠ কাঁপাতে আসছেন। আগামী অক্টোবরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা শুরু করেছেন লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট। একসময় বিশ্বের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে বিবেচিত হতেন তিনি।

৭৬ বছর বয়সী লুলা নির্বাচনে লড়বেন; এমনটা প্রত্যাশা করেছেন এমন লোকের সংখ্যা খুবই কম। কারণ তার ওপর আদালতের নিষেধাজ্ঞা ছিল। যদিও পরে তা খারিজ হয়ে যায়। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেন।

বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিরুদ্ধে নির্বাচনে লড়বেন তিনি। সিএনএন জানিয়েছে, ২০১৯ সালের জানুয়ারি নির্বাচনে আসা বলসোনারো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করেছেন। পরিবেশের সুরক্ষায় তিনি যথাযথ পদক্ষেপ নেননি। করোনা মহামারী সামাল দিতেও তিনি ব্যর্থ হয়েছেন।

ব্রাজিলের দুইবারের প্রেসিডেন্ট লুলার রাজনীতিতে প্রত্যাবর্তনকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বলসোনারো। তিনি লুলাকে‌ ‘অ‌পরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন।

Exit mobile version