ব্রাজিলের সেই ফুটবলারের কারাদণ্ড

113

ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক বার্সেলোনা ও ব্রাজিল ফুটবলার দানি আলভেস (৪০)। স্পেনের একটি আদালত আলভেসকে বার্সেলোনার নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করেছেন। আদালত তাকে চার বছরের কারাদণ্ডসহ ভুক্তভোগীকে ১ লাখ ৫০ হাজার ইউরো প্রদানের নির্দেশও দিয়েছেন। আলভেসের বিরুদ্ধে ২০২২ সালের ৩১ ডিসেম্বর ওই নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠার পর ২০২৩ সালের জানুয়ারিতে তিনি গ্রেফতারও হয়েছিলেন। ধর্ষণের শিকার নারী জানান, আলভেস সেসময় তাকে বাথরুমে নিয়ে ধর্ষণ করেছিলেন। ভুক্তভোগী পক্ষের আইনজীবী এ বিষয়ে বলেন, সেদিন রাতে তিনি আলভেসের সঙ্গে নাচ করেছিলেন এবং স্বেচ্ছায় নাইটক্লাবের বাথরুমে প্রবেশ করেছিলেন। কিন্তু পরে যখন তিনি চলে যেতে চাইলেন তখন আলভেস আর তাকে যেতে দেননি। এরপর আলভেস ভুক্তভোগী নারীকে চড় মারেন, অপমান করেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। যদিও বিচার চলাকালীন অভিযোগ অস্বীকার করে আলভেস বলেছিলেন, ‘আমি এমন মানুষ নই।