ব্যস্ততায় সময় পার করছেন নাবিলা

462

চলতি সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী নাবিলা ইসলাম। ক্যারিয়ারের অল্প সময়ে দর্শক-নির্মাতাদের কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেন। ২০১৪ সালে একটি টেলিছবির মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু। এসময়ে একক-ধারাবাহিক দুটোতেই সমান ব্যস্ত রয়েছেন এই গø্যামারকন্যা। গেল ঈদে এই অভিনেত্রীর ১০টি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে বলে জানান। ‘এক পায়ে জুতা অন্য পা খালি’, ‘সারপ্রাইজ’, ‘গোলমেলে কাঠমুন্ডু’সহ কয়েকটি নাটক দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। ঈদের ছুটিয়ে কাটিয়ে সোমবার থেকে আবারো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। নাম চ‚ড়ান্ত না হওয়া একটি সিঙ্গেল নাটক দিয়ে ঈদের পর অভিনয় শুরু করছেন তিনি।
এটি নির্মাণ করছেন সজিব। নাবিলা বলেন, ঈদের ছুটির পর সোমবার থেকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। একক
নাটকের পাশাপাশি ধারাবাহিকগুলো নিয়ে এখন ব্যস্ত থাকতে হবে। প্রচার চলতিসহ কয়েকটি নতুন ধারাবাহিকের কাজ হাতে রয়েছে। নাবিলার উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো হলো মাসুদ সেজানের ‘খেলোয়াড়’, ইমরাউল রাফাতের ‘সিনেমাটিক’, সাগর জাহানের ‘ডি-২০’, রাজু খানের ‘মধ্যবর্তিনী’, রায়হান খানের ‘বৃহস্পতি তুঙ্গে’, গৌতম কৌরির ‘বেসিক আলী’ ও নজরুল ইসলাম রাজুর ‘ঘরে-বাইরে’। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন নাবিলা ইসলাম। মাছরাঙা টেলিভিশনে ‘সৌন্দর্য চর্চা’ শিরোনামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, গেল দু’বছর এই একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। অভিনয়ে ব্যস্ত থাকার কারণে উপস্থাপনার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। প্রচার চলতি অনুষ্ঠানটি সবার কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এটিতে একেকটি পর্বে একজন করে অতিথি থাকেন।