বৈশ্বিক ক্রমবর্ধমান সম্পদ অসমতায় জাতিসংঘের উদ্বেগ

160

আয়, সম্পদ এবং পুঁজি ও বিচার ব্যবস্থায় ক্রমবর্ধমান বৈশ্বিক অসমতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মানবাধিকার কাউন্সিলের প্রধান মিশেল ব্যাচেলেট সংস্থাটিতে দেওয়া ভাষণে এ উদ্বেগ প্রকাশ করেছেন।  তিনি বলেছেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বজুড়ে আমরা জনগণকে রাস্তায় বিক্ষোভ করতে দেখেছি।’ বিশ্বজুড়ে বিদ্বেষমূলক বক্তব্য ও বিদেশি আতঙ্ক ‘অস্তিত্বের হুমকি’ হয়ে দাঁড়িয়েছে বলেও সতর্ক করেন মিশেল ব্যাচেলেট।
সম্প্রতি সুদান, হাইতি ও ফ্রান্সে বিক্ষোভের দিকে ইঙ্গিত করে ব্যাচেলেট বলেন, সহিংস ও অতিরিক্ত বলপ্রয়োগ, বিনাবিচারে আটক, নির্যাতন অথবা বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের মাধ্যমে অসমতার বিরুদ্ধে যারা বিক্ষোভ করছে তাদের জবাব দেওয়া হচ্ছে।  তিনি বলেন,‘সুদানে বিগত কয়েক মাসে নিদারুণ অর্থণৈতিক অবস্থা ও বাজে সরকার ব্যবস্থার বিরুদ্ধে জনগণের বিক্ষোভকে নিরাপত্তা বাহিনী সংহিসভাবে দমন করেছে, কখনো কখনো তাজা গুলিও ব্যবহার করেছে।’ ‘নাগরিক ও রাজনৈতিক অধিকার কীভাবে লঙ্ঘন করা হয় তার জন্য ভেনেজুয়েলা বাস্তব উদাহরণ বলে উল্লেখ করেন মানবাধিকার কাউন্সিলের প্রধান। ইসরায়েলের ফিলিস্তিনের গাজা উপত্যকা অবরুদ্ধ করে রাখারও নিন্দা জানিয়েছেন ব্যাচেলেট।